| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ঢাকার একটি আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু এবং দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে জামিন দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তাদের জামিন দেয়া হয়।মিন্টুকে ঢাকা মেট্টপলিটান ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন এবং সেলিমা রহমানকে মাহবুবুর রহমান জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রমনা জোনের উপ-পুলিশ কমশিনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় তাকে আটক করা হয়।হেফাজতের ঘটনার মামলায় জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।
Posted ১০:০০ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin