| শুক্রবার, ১৪ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল এবারো নিরঙ্কুশ জয় পেয়েছে। মোট ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদেই বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে মাত্র একটি সদস্য পদে বিজয়ী হয়েছে আওয়ামীপন্থী প্যানেল থেকে।
শুক্রবার ভোরে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ২০১৪-১৫ বর্ষের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
সভাপতি পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১ হাজার ৫৮৯ এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৬২৬ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৪৫৭ এবং সম্পাদক পদে রবিউল আলম বদু ১ হাজার ৪২৯ ভোট পান। সরকার সমর্থক একমাত্র বিজয়ী সদস্য হলেন মোঃ আবুল কালাম আজাদ।
অন্য ১১টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে মোঃ খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদি, সহ-সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার, কোষাধক্ষ্য পদে মাসুদ আহমেদ সাইদ, সদস্য পদে আফসানা রশিদ শুভ্রা, মোঃ আসাদুজ্জামান আনসারী, মোঃ মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী আশরাফি, সালমা বেগম ও শামীমা আক্তার বানু।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছরও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে। ওই নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা জয় পেয়েছিলেন।
Posted ০৪:২৫ | শুক্রবার, ১৪ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin