| বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার : গত ২৯ ডিসেম্বর সরকার সমর্থক বহিরাগত ক্যাডারদের হামলার প্রতিবাদে সুপ্রিমকোর্টের বাইরে গেটের সামনে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এই মানববন্ধন পালন করা হয়।
হামলার ঘটনায় কাউকে গ্রেফতার না করার প্রতিবাদে এবং সুপ্রিমকোর্টে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ গ্রেফতারকৃত বিএনপি-জামায়াতের সব আইনজীবীর নিঃশর্ত মুক্তির’ দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানান তারা। প্রায় আধাঘণ্টা এ মানববন্ধন পালন করেন আইনজীবীরা। তবে মানববন্ধনে কেউ কোনো বক্তব্য দেননি। আইনজীবীরা শুধু দাঁড়িয়ে থেকে মৌনতার মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। এ সময় প্রায় তিন শতাধিক আইনজীবীর অংশগ্রহণে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, সহ-সম্পাদক সাইফুর রহমান, বিএনপি নেতা শাহজাহান ওমর বীর উত্তম, আবেদ রাজা, তৈমূর আলম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৭ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin