গত ২৯শে নভেম্বর ২০২২ মঙ্গলবার ইষ্ট লন্ডনের সুনার গাও রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট এর বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। সংঘটনে সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হামজার পরিচালনায় মোহাম্মদ জাবির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। সভায় সংঘটনের কেশিয়ার বাৎসরিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ব্যাপক আলাফ আলোচনার মধ্যদিয়ে সুনামগঞ্জ জেলা এডুকেশন সেন্টারের নামে জায়গা ক্রয় করার লক্ষে দশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এডুকেশন সেন্টার মধ্যে থাকবে একটি হাফিজ খানা ও একটি লাইব্রেরী, সংঘটনের পক্ষ হইতে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য বক্তারা আহব্বান করেন। সংঘটনে সদস্যদের আলাপ আলোচনার মধ্যদিয়ে ২১ সদস্য নতুন কমিটি নাম ঘোষণা করা হয়, সদ্য বিদায়ী সভাপতি মুজিবুল হক মণি নতুন কমিটির নাম ঘোষণা করেন, নব নির্বাচিত সভাপতি জুবায়ের আহমদ হামজা, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক, কোষাধক্ষ্য মোহাম্মদ জাবির আহমদ, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি বৃন্দ জিলানি খান , অধ্যাপক আমিনুল হক চুন্নু , মোঃ হারুন মিয়া, আখতার হোসেন , কবি সাইদুর রহমান , কবি শাহ শাফিনুর ,আবুল কালাম , মোঃ গোলাব মিয়া , সৈয়দ গোলাব আলী ,আবু হাসনাত , মনজুর আহমদ লাকি, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক শামিম আহমদ ,মোস্তাক আহমদ , মোঃ সাইদ আহমদ বুলন। সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ মিয়া ও আলকাছ মিয়া। কমিটি ঘোষণা করা হয়। সংঘটনের বিদায়ী সভাপতি মুজিবুল হক মণিকে প্রধান উপদেষ্টা করা হয়, পরে আপ্যায়নের মধ্যদিয়ে সভার কাজ সমাপ্তি হয়।
Like this:
Like Loading...
Related