সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে স্বজনদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুধী সমাবেশ

  |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

সুনামগঞ্জে স্বজনদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুধী সমাবেশ

PIC-SHOJONSUNAMGANJ
সুনামগঞ্জ সংবাদদাতা : দেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যুগান্তরের ১৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, স্বজন ও সাংবাদিকদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে এসে এক সুধী সমাবেশে মিলিত হয়।’

দৈনিক যুগান্তরের তাহিরপুর(সুনামগঞ্জ)’র ষ্টাফ রিপোর্টার , পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, ওসি শ্রী নন্দন কান্তি ধর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ¦ আবদুস ছোবাহান আখঞ্জি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাহিদ উদ্দিন আহমদ, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. গোলাম রাব্বী জাহান, সহকারি শিক্ষা অফিসার বিপ্লব সরকার, এসআই মুহিত মিয়া, এসআই চম্পক দাম, উপজেলা পল্লী জীবিকায়ন অফিসার তৌহিদুল ইসলাম, যুগান্তর স্বজন সমােেশর প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সহকারি মেডিক্যাল অফিসার (অব:) ডা. আবদুস ছালাম ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা সমন্বয়কারী মনোলাল রায় প্রমুখ।’

শোভাযাত্রা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যারয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক শফিকুল মল্লিক, সাংবাদিক ও স্বজন সাজ্জাদ হোসেন শাহ, এম এ রাজ্জাক, রাহাদ হাসান মুন্না, নজরুল ইসলাম, মো. আলম শেখ, জহুরুল ইসলাম জনিক, আবুল কাসেম, রাজন চন্দ, স্বজন শিহাব সরোয়ার শিপু, রাজু মীর, সাকিব আল -হাসান সুমন, স্বপন আহমেদ, ইমরান হোসাঈন, সংবাদ কেন্দ্র এজেন্ট শ্যামল বর্মণ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:০৫ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com