| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিকেলে ৫টার দিকে কাজী জাফরকে দেখতে হাসপাতালে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি ঘুমে থাকায় তার সঙ্গে তাদের কোনো কথা হয়নি। চিকিৎসকের কাছে কাজী জাফরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তারা।
কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বাংলামেইলকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় ইউনাইটেড হাসপাতালে স্যারকে (কাজী জাফর) ভর্তি করা হয়েছে। কিছুদিন ধরে তিনি নার্ভ জনিত (নিউরোলজিক্যাল) সমস্যায় ভুগছেন। গতকাল দুপুর থেকে তার ঘাড়ে ব্যথা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেন। তার উচ্চ রক্তচাপ, শ্বাশ কষ্ট দেখা দেয়।’
তিনি বলেন, ‘আজ দুপুর ১টার দিকে বাথরুমে গিয়ে তিনি বাম দিকে ফ্লোরে ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে বের করে বিছানায় আনা হয় এবং অ্যাম্বুলেন্সে করে প্রথমে ইমাজেন্সিতে নেয়া হয়। এরপর চিকিৎসক তাকে সিসিইউতে চিকিৎসা দিচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
Posted ২০:২৮ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin