| শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি : সিলেট সিটি ক্লাবের মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলার এবিএম জিল্লুর রহমান উজ্জল বলেছেন, সিলেট শহরের বাসিন্দা যুক্তরাজ্য বসবাসরতদের সংগঠন হিসেবে ইতিমধ্যে নিজেদের অবস্থান করে নিয়েছে। একদিন সিলেট শহরকে আলোকিত করার কাজে ছিলেন যার ধারাবাহিকতা এখনও প্রবাসের জনপদে বিদ্যমান।
সিলেট সিটি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুবীন চৌধুরী ময়নার সভাপতিত্বে এবং সাবেক প্রেসিডেন্ট শামসউজ্জামান শাবুলের পরিচালনায় এক মতবিনিয়ন সভা ২৫ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
লন্ডন সফরত কাউন্সিলার উজ্জল সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও প্রতিবন্ধকতা বিষয় আলোচনা করেন। সিলেট সিটি ক্লাবের নেতৃবৃন্দ সম্প্রতি সিলেট শহরের জলাবদ্ধতা, সুরমা নদীর খনন, ফুটপাত উদ্ধার, জন্ম নিবন্ধন করতে গিয়ে প্রতিবদ্ধকতা, দালালদের দৌরাত্মসহ সিটি ক্লাবের সাথে সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরো সংশ্লিষ্টতা বাড়ানোর বিষয় নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। এ প্রসঙ্গে কাউন্সিলার উজ্জল বলেন, আমরা প্রবাসীদের নিকট কৃতজ্ঞ নিজেদের সম্পদ রাস্তা বড় করার কাজে দিয়েছেন। আপনাদের বিভিন্ন সমস্যায় দালাল বা তৃতীয় মাধ্যম না ধরে সরাসরি জন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাষ্ট এক্সিকিউটিব মেম্বার সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, শহিদুল ইসলাম মামুন, মোহাম্মদ শাহীন মস্তফা, সাবের চৌধুরী মহসিন, সালেহ গজনবী, সিটি ক্লাবের প্রেসিডেন্ট আবুবক্কর ফয়েজী সুমন, সেক্রেটারী তোফায়েল বাসিত তপু চৌধুরী, রিজভী রহমান বাপ্পি, সামছুল ইসলাম আমিন, শিপার আহমদ বাবলা, সুতাজ আহমদ, ইয়ামিনুর রহমান রুবেল, তপু শেখ, মোহনুজ্জামান চৌধুরী, কামাল চৌধুরী, মোঃ আফরোজ মিয়া, শাহজাহানুল ইসলাম, জয়নাল আহমদ, মোহাম্মদ নজমুল হক সাদিক, সাহিদ আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, আবদুল্লাহ রাহিম বাপন, সাদিকুর রহমান বাবলু, মোহাম্মদ আলম এজাজ প্রমুখ।
Posted ১৬:৪২ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin