শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক কারামুক্ত

  |   বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক কারামুক্ত
তিনি বলেন, জামিনের সকল কাগজপত্র কারাগারে পৌঁছার পর আরিফুলকে মুক্ত করে দেওয়া হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলা এবং সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। এর আগে দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় আরিফুল হক চৌধুরীকে।
দ্রুত বিচার আদালতের পিপি কিশোর কুমার কর জানান, জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারীর আদালতে তার উপর জারি করা প্রডাকশন ওয়ারেন্ট শুনানি শেষে তা প্রত্যাহার করার আদেশ দেওয়া হয়। আদেশের কপি কারাগারে পৌঁছার পরই মুক্তি দেওয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত এই মেয়রকে।

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর  আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।

এরপর ২০১৪ সালের ২১ ডিসেম্বর ওই ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির পর একই বছরের ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা হলে এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন।

ওই ঘটনায় দিরাই থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আরিফুলসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ওই দু’টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় আরিফুলকে।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৬ | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com