| মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব (একাংশ)। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাজবাড়ি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গাজীপুর প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, গাজীপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গাজীপুর সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সজিব, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, গাজীপুরের সাপ্তাহিক বাংলাভূমির প্রধান সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম লিটন, দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি রাহিম সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শিমুল হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
Posted ১১:৪৯ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin