| শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের জানাজা সম্পন্ন হয়েছে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের গুলিতে নিহত হন।
শনিবার সকাল ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, নির্বাহী অফিসার মামুন আল রাজি, শাহজাদপুর থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন ও শিমুলের ছোটভাই আজাদ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তারা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের ঢল নামে এই জানাজায়। জানাজাশেষে শিমুলের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।
Posted ০৯:১৩ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain