| রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
খুলনায় সাংবাদিক দম্পত্তির উপর মিথ্যা মামলার প্রতিবাদ দৈনিক খুলনার কন্ঠের সম্পাদক শেখ রানা ও প্রকাশক ইশরাত ইভার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগ উঠেছে।
এরই মধ্যে বিভিন্ন সংগঠন এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানায়। রোববার এক বিবৃতিতে দৈনিক খুলনার কন্ঠ অফিস জানায়, খুলনার কন্ঠের সম্পাদক ও প্রকাশকের নামে দায়ের কৃত তথ্য প্রযুক্তি আইনে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ রুপেই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। মামলায় ফেসবুক আইডি বা মোবাইল ফোনে তার কাছে অর্থ চাওয়া হয়েছে তা সবকিছুই মিথ্যা ও সাজানো। যার কোন কিছুর সাথেই খুলনার কন্ঠের সম্পাদক ও প্রকাশকের কোন প্রকার সম্পৃক্ততা নেই। মামলার এজাহারে যে ফেসবুক আইডি উল্লেখ করা হয়েছে সেটা খুলনার কন্ঠের সম্পাদক ও প্রকাশকের নয়। মামলার এজাহারে বাদী যেহুতো উল্লেখ করেছে মোবাইল ফোনে চাঁদা দাবী করেছে সেহেতু মামলার এজাহারে তিনি কোন মোবাইল নাম্বার উল্লেখ করেন নাই। কোন নাম্বার থেকে চাঁদা দাবী করেছে বা কোন নাম্বারেই চাঁদা দাবী করেছে সেটাও তিনি উল্লেখ করেননি মামলার এজাহারে। যার মামলা নং ৩২/১৭ এবং ধারা ৫৭/৬৬।
দৈনিক খুলনার কন্ঠ মনে করে, তকদির হোসের বাবুর নামে দৈনিক খুলনার কন্ঠের প্রকাশক, ভোরের কলামের খুলনা ব্যুরো প্রধান এবং ক্রামইনিউজ২৪.কম এর খুলনা প্রতিনিধি ইশরাত ইভা জমি দখলদারী এবং অসহায় পরিবারের একটি চার পর্বের রিপোর্ট তৈরী করেন। সেখানে অনুসন্ধানে বেরিয়ে আসে জমিদখলদারী হিসাবে পরিচিত তকদির হোসেন বাবুর চাঞ্চল্যকর তথ্য। ইশরাত ইভা চার পর্বের প্রতিবেদনের দুই পর্ব প্রকাশিত করেন। যা খুলনার কন্ঠ সহ একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়া প্রকাশিত হয়। যা খুলনা শহর সহ দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রতিবেদন এখনো দুটি পর্ব বাকি রয়েছে। আর সেই পর্ব দুটিকেই প্রকাশিত না হতে দেয়ার জন্যই পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা সাজিয়ে দায়ের করেছেন ২৬শে জানুয়ারী খালিশপুর থানায় বাদী তকদির হোসেন বাবু। দৈনিক খুলনার কন্ঠ পরিবারের সকল জেলার প্রতিনিধিরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে সম্পাদক ও প্রকাশকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Posted ১৯:০৮ | রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain