| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে র্যাব-৩ এর উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলো- আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা, বেলাল হোসেন কিসলু, সবুজ খান, রাজু মুন্সি ও হাবিব হাওলাদার।র্যাব জানায়, রবিবার সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ থেকে সাংবাদিক আফতাব আহমেদের গাড়ি চালক হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যামতে রাজধানীর আগারগাঁও থেকে হাবিব হাওলাদার এবং হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী কিসলুকে আটক করা হয়।
এরপর কিসলু ও হাবিবের দেয়া তথ্যেরভিত্তিতে সোমবার ভোরে গাজীপুরের একটি মেস থেকে সবুজ ও রাজুকে আটক করা হয়। আফতার হত্যার মূল হোতা হুমায়ুন কবির একজন পেশাদার খুনি বলে জানায় র্যাব। প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর রাতে রামপুরায় নিজ বাসায় খুন হন প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ।
Posted ১১:৩৭ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin