| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের আলোচিত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদী হাসানকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার এসব বদলির আদেশ হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এস এম মেহেদি হাসানকে ওয়ারী বিভাগে বদলি করে ওয়ারী বিভাগের এডিসি শফিকুর রহমানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।
সূত্র জানিয়েছে, সরকারের শেষ সময়ে বিতর্কিত এডিসি মেহেদীকে বিরোধী দলের রোষানল থেকে রক্ষার্থে এ ব্যবস্হা নেওয়া হয়েছে। গত ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রথম সারির কেন্দ্রীয় নেতাসহ ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় উঠে আসেন মেহেদি ।এছাড়া বিভিন্ন সময়ে গনমাধ্যমে তার উদ্ধত্যপূর্ণ বক্তব্য সমালোচনার জন্ম দেয়এছাড়া বিভিন্ন সময়ে গনমাধ্যমে তার উদ্ধত্যপূর্ণ বক্তব্য সমালোচনার জন্ম দেয়।
তবে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান বলেন, ‘কোনো অভিযোগের ভিত্তিতে নয়। এটি রুটিন ট্রান্সফার।’
Posted ১৭:১৭ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin