পবিত্র মাহে রমজানের রহমত,বরকত, মাগফেরাত ও দোজখ থেকে মুক্তিলাভের দিনগুলো শেষ হতে চলেছে- রমজানের শুরু থেকে ২৮ বা ২৯ দিনে আল্লাহ রাব্বুল আলামীন যত মানুষকে মাফ করে দেন বা দোজখ থেকে মুক্তি দেন, রমজানের শেষ দিন ঠিক সেই পরিমাণ মানুষকে একদিনে মুক্তিদান করেন।
আজ বা কাল হতে পারে শেষ দিন, শেষের দিনগুলোতে আল্লাহর যেন আমাদের সবাইকে এমনকিছু এবাদত বন্দেগী করার সুযোগ দান করেন যার বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন ।
– আমীন।
আমার জন্য দোয়ার অনুরোধ রইল।
মো: আব্দুল মালিক (পারভেজ)
সভাপতি
বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন
যুক্তরাজ্য
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related