| সোমবার, ০৯ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ওই অঞ্চলে সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশে ব্যাংকের অফ সাইড সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। রোববার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম যাতে ব্যহত না হয় এ জন্য কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দেয়।
এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সংক্রান্ত সমস্যার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়।
আমদানি-রফতানির সুবিধার্থে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সপ্তাহের ৭দিন ২৪ঘন্টা চালু রাখার অনুশাসন জারি করেছিলেন। কিন্তু ব্যাংকগুলো সপ্তাহে ২দিন বন্ধ থাকায় সরকারি সিদ্ধান্তের পুরাপুরি সুফল পাচ্ছিলেন না।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত রোববার প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নিদের্শনায় চট্টগ্রাম বন্দর- কাস্টসম কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট আগ্রবাদ এলাকায় অবস্থিত ব্যাংক শাখা পযাপ্ত নিরাপত্তা নিশ্চিন্ত করে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা রাখার নিদের্ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো প্রয়োজনে চট্টগ্রাম বন্দর কাস্টসম কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে সংশ্লিষ্ট শাখা খোলা রাখার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করতে পারে।
প্রসঙ্গত, ব্যবসায়ীদের ধারনা বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে বন্দরে পণ্য জট কিছুটা হলেও কমবে। আর ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা।
Posted ১৬:০৫ | সোমবার, ০৯ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain