| রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম সচিবালয়ে বিদায় সংবর্ধনা নিতে গিয়ে লাঞ্ছনার মুখে পড়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর তার বিদায় অনুষ্ঠান নিয়েও সমালোচনা হচ্ছে সচিবালয়ে। এদিকে পদত্যাগের প্রজ্ঞাপন জারির দুই দিন পর এই উপদেষ্টার নামফলক ঝুলতে দেখা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে এই সাবেক উপদেষ্টার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবাহান শিকদার এতে সভাপতিত্ব করেন। পদত্যাগের তিন দিন পর এই নির্বাচন সমযে তার বিদায় অনুষ্ঠান নিয়ে সচিবালয়ে সমালোচনা হচ্ছে।
এইচ টি ইমামের বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে পদোন্নতিবঞ্চিত ও ওএসডি কর্মকর্তাদের মধ্যে। তারা একসময় সংবর্ধনা অনুষ্ঠান করায় বাধাও দেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের বিদায়ী অনুষ্ঠান রীতিসম্মত কি না জানতে চাইলে অনুষ্ঠান শেষে জনপ্রশাসন সচিব বলেন, “এটা একেবারেই অনানুষ্ঠানিক বিষয়। দীর্ঘ পাঁচ বছর তার (এইচ টি ইমাম) সঙ্গে কাজ করেছি। তিনি চেয়েছিলেন রুমে রুমে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিতে। একজন বৃদ্ধ মানুষকে এভাবে বিদায় নেয়ার কষ্ট থেকে রেহাই দিতেই আমরা একসঙ্গে বসেছিলাম।”
মন্ত্রিপরিষদ সচিবালয়ের একটি সূত্র জানায়, বিদায় অনুষ্ঠানে এসে সাবেক উপদেষ্টা এইচ টি ইমাম আগামী নির্বাচনে আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার জন্য জনপ্রশাসন সচিবকে একটি তালিকা দেন। তাদের নির্বাচন-সংক্রান্ত কাজে সম্পৃক্ত করার ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। মূলত এ নিয়েই হট্টগোল হয়।
গত বৃহস্পতিবার এইচ টি ইমামসহ পাঁচ পদত্যাগী উপদেষ্টার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন জারির দুই দিন পর রোববারও সাবেক উপদেষ্টার সংশ্লিষ্ট দফতরের নামফলকে তার নাম ঝুলতে দেখা যায়।
এদিকে একটি সূত্র জানায়, বিদায় নিতে এসে প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রশাসনের পদোন্নতিবঞ্ছিত ও ওএসডি কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন। এমনকি ওএসডি কর্মকর্তাদের উত্তেজনাকর বাক্যে এই সাবেক উপদেষ্টার চোখেমুখে ভয়ের চিহ্নও ফুটে ওঠে। বাগবিতণ্ডার একপর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করার জন্য হট্টগোল শুরু হয়।
এইচ টি ইমামকে এ পরিস্থিতি থেকে উদ্ধার করতে এগিয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন। তিনি ওএসডি কর্মকর্তাদের শান্ত করার চেষ্টা চালান এবং তাদের কাছ থেকে এইচ টি ইমামের বিদায় জানানোর জন্য ১০ মিনিট সময় চেয়ে নেন।
প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যে কয়েক শ কর্মকর্তা ওএসডি আছেন, তাদের প্রতিদিন সচিবালয়ে এসে নিজ নিজ মন্ত্রণালয়ে হাজিরা দিতে হয়। কিন্তু মন্ত্রণালয়ে তাদের বসার কোনো স্থান নেই। তাই তারা লাইব্রেরিতে বসে সময় কাটান। আর এখানেই আয়োজন করা হয়েছিল এইচ টি ইমামের বিদায় অনুষ্ঠান। তাদের বসার স্থান দখল করে অনুষ্ঠানের আয়োজন করায় ওএসডি কর্মকর্তারা ক্ষুব্ধ হন।
সোহরাব হোসাইনসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধে ওএসডি কর্মকর্তারা পরে শান্ত হলেও এ অনুষ্ঠানের জন্য শুধু ১০ মিনিট সময় দিতে রাজি হন তারা।
পদোন্নতি ও পদায়নবঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভের কথা স্বীকার করে জনপ্রশাসন সচিব আব্দুস সোবহান সিকদার বলেন, তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
Posted ২৩:৫৯ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin