| শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৮ জানুয়ারি : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে মুখপাত্র জেন পিসাকি বলেন, সামপ্রতিক সহিংস ঘটনা প্রবাহে আমরা নিশ্চিতভাবেই হতাশ। আমরা কঠোর ভাষায় এসব কর্মকা-ের নিন্দা জানাই।
তিনি বলেন, আমরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে যারা নেতৃত্ব দিতে চান, আইনশৃঙ্খলা নিশ্চিতে তাদের অবশ্যই সব কিছু করতে হবে।
জেন পিসাকি সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন দেয়া, উস্কানিমূলক বক্তব্য ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকারও আহ্বান জানান।
Posted ০৯:৩৫ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin