| বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
১০ এপ্রিল: সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এবিএম মূসার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা শেষে তার গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে কবরস্তকরা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি লাশবাহী গাড়িটি প্রেস ক্লাবে আনা হয়। এখানে তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ এ বরেণ্য সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
প্রেস ক্লাবে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর পর বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এবিএম মূসার শেষ ইচ্ছা অনুযায়ী ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামে তাকে দাফন করা হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার প্রথম জানাজা হয়।
বুধবার বেলা সোয়া একটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা মারা যান।
Posted ১২:২৯ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin