অদ্ভূত এ ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সিনহুয়া জানায়, স্থানীয় এক হাসপাতালে দীর্ঘদিন ধরে অসুস্থ শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। একসময় তাকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেয় চিকিৎসকরা।
বাবা-মা মৃত সন্তানকে বাড়ি নিয়ে যান। বুধবার আনুষঙ্গিক প্রস্তুতির পর দাহ করার জন্য লাশটিকে প্রদেশের রাজধানী হেফিয়ের এক শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু চুল্লিতে তোলার আগেই বাচ্চাটি কেঁদে ওঠে।
তবে শ্মশানে সে কতক্ষণ ছিল এবং কখন তাকে দাহ করার জন্য তোলা হয় সে বিষয়ে কিছু জানায়নি সিনহুয়া।
বৃহস্পতিবার বেইজিং নিউজ পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, কেঁদে ওঠর পর শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে হাসপাতালের এক কর্মচারী সিনহুয়াকে বলেন, ‘আমরা তার চিকিৎসা শুরু করেছি এবং ওর শরীরে রক্ত দেয়া হচ্ছে।’বিকলাঙ্গ ওই শিশুটি জন্ম থেকেই শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত জটিলতায় ভুগছিল।
এদিকে দায়িত্বে অবহেলার দায়ে ওই হাসপাতালের একজন চিকিৎসক ও নার্সকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।