| বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১১ | প্রিন্ট
বিএনপি মহাসচিব ও সময়ের সাহসী বর্ষীয়ান রাজনীতিবিদ খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। গতকাল অপরাহ্নে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে নোয়াপাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা এক শোক বার্তায় বলেন, জাতীয়তাবাদীদল বিএনপির দুর্দিনের কান্ডারী ১/১১ এর পরবর্তীতে পরীক্ষিত মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন প্রজ্ঞাবান ও সাহসী রাজনীতিবীদকে।তিনি আজীবন উপনিবেশবাদ, পাকিস্তান ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষ করে ১/১১এর সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন একজন সাহসী রাজনীতিবিদ হিসাবে। নোয়াপাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজন সহ সকল আত্মিয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
Posted ০০:১৮ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin