শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে লেবু চাষে স্বাবলম্বী চাষিরা

শাহরিয়ার মিল্টন   |   বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট

শেরপুরে লেবু চাষে স্বাবলম্বী চাষিরা

শেরপুর : কম খরচে বেশি উৎপাদন ও লাভ হওয়ায় লেবু চাষে ঝুঁকছেন শেরপুর সদর উপজেলার চাষিরা । লেবুর ফলন ও দামে খুশি তারা। স্থানীয়রা ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেবুর সরবরাহ চাহিদার তুলনায় কম। তাই দাম বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ বৃদ্ধি পেলে লেবুর দাম কমে আসবে। সদর উপজেলার চরশেরপুর এলাকার লেবু চাষিরা জানান, এক একটি বাগানে সাধারণত ৫ জাতের লেবু চাষ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে- কাগজি লেবু, পাতি লেবু, এলাচি লেবু, বাতাবি লেবু ও নতুন জাতের হাইব্রিড সিডলেস লেবু। কাগজি লেবু ছোট আকৃতির হয়, এর চাহিদা ভালো। এছাড়া অন্যান্য লেবুর চাহিদাও ভালো। লেবু চাষে তুলনামূলক পানি সেচ তেমন একটা লাগে না। সারসহ পরিচর্যা ও শ্রমিক খরচ খুবই কম হওয়ায় দিনদিন বাড়ছে লেবুর চাষ। ভালো দামও পাচ্ছেন চাষিরা ।

কৃষি কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন ‘সি’। এছাড়া লেবুর পানি দেহে প্রয়োজনীয় এনজাইম তৈরি করে। লেবু উচ্চ রক্তচাপ হ্রাস করে, ওজন কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, মাথাব্যথা আর ক্লান্তি দূর করে। একইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ ঠান্ডা-কাশি প্রতিরোধে সাহায্য করে। এছাড়া লেবুর খোসায়ও রয়েছে ভিটামিন ‘সি’। লেবুর খোসার ভেতরে আরো রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিটা ক্যারোটিন। ১০০ গ্রাম লেবুর খোসায় ১৩৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৬০ মিলিগ্রাম পটাসিয়াম, ১২৯ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ এবং ১০ দশমিক ৬ গ্রাম ফাইবার রয়েছে।

শেরপুর সদর উপজেলার আজমপুর এলাকার লেবু চাষি ফাহিম সাদিক রাতুল জানান, সিডলেস ও দেশীয় জাতের লেবু এক বিঘা জমিতে আবাদ করেছেন। প্রায় সারাবছরই তিনি লেবু বিক্রি করেন। বাজারে দাম ভালো থাকায় এখন তিনি দৈনিক চার হাজার টাকার লেবু বিক্রি করতে পারছেন। চাষি রহমান মিয়া বলেন, লেবু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয় না। বিভিন্ন জায়গার পাইকাররা তার বাগান থেকে লেবু কিনে নিয়ে যান। লেবুর ভালো দাম পাওয়ায় তিনি খুবই খুশি। চাষি করিম মিয়া জানান, বাড়িসংলগ্ন পতিত জমিতে সিডলেস ও দেশীয় জাতের লেবু চাষ করেছেন তিনি। একদিন পরপর তিনি ২ হাজার টাকার লেবু বিক্রি করতে পারছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুকল্প কুমার দাস বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে লেবু চাষিদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়া লেবু চাষের কলা-কৌশল সম্পকের্ও চাষিদের সম্মুখ ধারনা দেয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৩ | বুধবার, ০১ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com