| রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
শেরপুর জেলার ৩টি আসনের আওয়ামী লীগ প্রাথীরা জয়ী হয়েছে। শেরপুর-১ সদর আসনের ১৪০ টি কেন্দ্রর মধ্যে একটি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হলেও বাকী ১৩৯টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের আতিউর রহমান আতিক পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদের মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ৪১৭ ভোট।
শেরপুর -২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ১৩৪ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০২ ভোট এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষিবিদ বদিউজ্জামান বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৮৬৭ ভোট।
শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের ১১৯ টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করায় বাকী ১১৮ কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী প্রকৌশলী ফজলুল হক চাঁন পেয়েছেন ৯৬ হাজার ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট। এখানে অপর প্রার্থী জাতীয় পার্টির খোরশেদ আলম ফর্সা পেয়েছেন ৮ হাজার ১৪৭ ভোট।
Posted ১৮:২৫ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin