| বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষ হত্যাকারি বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে সুপ্রিমকোর্ট আইনজীবীদের মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি ও আপনার দলীয় নেতাকর্মীরা নির্বিচারে মানুষ হত্যা করেছেন, যা বিশ্বজিত হত্যা রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আপনি মানুষের মৌলিক অধিকার খর্ব করেছেন।
তিনি বলেন, আপনি শেয়ার বাজার ধ্বংস করে দেশের অর্থনীতির লুটপাট করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানচিত্র বিনষ্ট করার পায়তারা করছেন। মনে রাখবেন এ দেশের জনগণ তা করতে দেবে না।
তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান এই আইনজীবীর।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারর্পারসনের উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাড. জয়নুল আবেদীন, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাড. আবেদ রাজা প্রমুখ।
Posted ১৬:৫২ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin