| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৫ ডিসেম্বর : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের অধিকার ও বাক-ব্যক্তি স্বাধীনতার অধিকার কেড়ে নেয়াসহ সব সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ন্ত্রিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার দম্ভ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি পেটোয়া বাহিনী বৃষ্টির মতো গুলি করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের সাথীদের নির্বিচারে হত্যা করছে। বিরোধী দলের নেতাকর্মীরা ডজন-ডজন মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে নিরন্তর ঘরছাড়া।
তিনি বলেন, বিরোধী দলের প্রধান কার্যালয় অবরুদ্ধ রেখে মধ্যযুগীয় বর্বর কায়দায় দরজা ভেঙ্গে চুরমার করে দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করা হয়েছে।
নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতে দলের ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করায় বর্তমান প্রধানমন্ত্রী একদলীয় বাকশাল থেকে আওয়ামী লীগ করার অপূর্ব সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- তিনি আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল পদ্ধতির সরকার প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছেন।
তিনি বলেন, শত সহস্র শহীদের রক্তে রঞ্জিত রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই এদেশের গণতন্ত্রপ্রেমী জনগণ স্বৈরাচারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার স্বপ্ন চুরমার করে দেবে।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, সরকার সারাদেশে গণহত্যা চালিয়ে গুলি করে মানুষ হত্যা করে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর ওপর দায় চাপিয়ে বলছেন- বিরোধী দলীয় নেত্রী নাকি হোলি খেলায় মেতেছেন। আমি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই- আপনি চট্টগ্রামে বলেছিলেন “একটি লাশের বদলে দশটি লাশ চাই”। বস্তুতঃ আওয়ামী লীগের সব আমলের ইতিহাসই গণহত্যার ইতিহাস।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহবান জানিয়েছেন- আমরা অতীতমুখী রাজনীতি করতে চাই না। জাতি শান্তি, নিরাপত্তা ও অগ্রগতি চায়। আসুন, আমরা সামনের দিকে অগ্রসর হই। নতুনভাবে শুরু করি। আমরা এখনো আশা করি, সরকার শান্তির পথে এগুবে। নির্দলীয় সরকারের দাবি মেনে নেবে। নির্বাচনী তফসিল বাতিলের ব্যবস্থা নেবে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে নিহত হয়েছে ১ জন, আহত ৪৭৯ জনের অধিক, গুলিবিদ্ধ ২১২ জনের অধিক, গ্রেফতার ৩৯৩ জনের অধিক এবং মামলায় আসামি করা হয়েছে ২১শ’ নেতাকর্মীকে।
Posted ১৬:৪০ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin