| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক,ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ভুল-বোঝাবুঝির ঘটনায় হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী উপকমিটির বর্তমান সহ-সম্পাদক এবং এই পদপ্রত্যাশীদের কয়েকজন নেতার মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনের পর কিছু নেতা-কর্মী উপ-দপ্তর সম্পাদকের কক্ষে বসে ছিলেন।
এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী উপকমিটিতে পদপ্রত্যাশী এক নেতা উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির চেয়ারে গিয়ে বসে পড়েন। ওই সময় মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন না। এ নিয়ে উপকমিটির সহ-সম্পাদক এমদাদের সঙ্গে ওই নেতার বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে কক্ষের বাইরে এসে সহ-সম্পাদক রাসেলের নেতৃত্বে শাহাদাৎ, রনিসহ কয়েকজন এমদাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক নেতা মোর্শেদ কামালসহ কয়েকজন পরিস্থিতি সামাল দেন।
এ সময় একজন নেতা বিবাদে জড়িতদের উদ্দেশে বলেন, এটা কিন্তু আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। এখানে এমন ঘটনা ঘটালে রেহাই পাবেন না কেউ। পারলে তাড়াতাড়ি মিটমাট করে নেন ভাই। এ বিষয়ে জানতে চাইলে সহ-সম্পাদক এমদাদ বলেন, ‘দাদার অফিসে বসা নিয়ে ছোট ভাইদের সঙ্গে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। পরে নিজেরা চা খেতে খেতে মিটিয়ে ফেলেছি। এ নিয়ে নিউজ করার তেমন কিছু নাই, দাদা।’ উল্লেখ্য, কয়েক দফা আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদকের তালিকা বৃদ্ধি করা হয়েছে। আরো ২৫০ জনের নাম প্রায় চূড়ান্ত। এ তালিকায় নিজেদের নাম নিশ্চিত করতে ধানমন্ডিতে এখন নেতাদের ভিড় থাকছে প্রতিদিন।
Posted ১৪:৪৫ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin