নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।
বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
পাশাপাশি শেখ হাসিনার বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিকে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধেও দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Posted ০৮:৪০ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain