অব্যাহত বোমা হামলা ও জুলুম নির্যাতন করে কোন জাতির স্বাধীনতা খর্ব করা যায়না, বরং আন্দোলন আরো বেগবান হয় ইতিহাস তারই প্রমান। ফিলিস্তিনের অসহায় নারী শিশুদের হত্যা করে ইসরাইল তাদের সন্ত্রাসী পরিচয় দিচ্ছে। অবিল্ম্বে এই সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে।
কমিটির দ্বায়িত্বশীলদের নাম নিম্নে প্রদান করা হল :
সহ সভাপতি : মাওলানা আব্দুল আউয়াল , আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ , আলহাজ্ব এনামুর রাহমান , মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী , হাফিজ মাওলানা সৈয়দ কফিল আহমেদ , মাওলানা ওলিউর রাহমান , সৈয়দ কবির আহমেদ, সহ সেক্রেটারী : মাওলানা আ ফ ম শুয়াইব, বায়তুল মাল সম্পাদক : মুহাম্মাদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : হাফিজ মাওলানা হাবিবুর রাহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : আলহাজ্ব কবি মুফিদুল গনী মাহতাব, প্রশিক্ষন সম্পাদক : মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক : ব্যারিষ্টার হাফিজুল ইসলাম সায়েম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক : আলহাজ্ব আব্দুল গনী, অফিস ও প্রচার সম্পাদক : মাওলানা আনসার উদ্দীন ।
সদস্যরা হলেন, মাওলানা আব্দুল মতিন, আলহাজ মুহাম্মাদ খান, ডঃ অহিদুল আলম, মাওলানা সৈয়দ শামসুজ্জামান, আলহাজ্ব আসকির বেগ, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ ইকবাল, হাফিজ মাওলানা আহমেদ হোসাইন ।
সভায় দারসে কোরআন পেশ করেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমেদ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপ খেলাফত মদলিসের সদস্য আলহাজ্ব ক্বারী আব্দুল মুকিত আজাদ । শুরা অধিবেশনে সদস্যদের শপথ এবং মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।- সংবাদ বিজ্ঞপ্তি