| বুধবার, ২২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
সিলেট: গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় গোলযোগ তৈরি হলে পুলিশ শিক্ষামন্ত্রীকে কর্ডন দিয়ে সরিয়ে নিয়ে যায়।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ জেলা পরিষদের ডাকবাংলোর সামনে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মন্ত্রীকে ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের খায়রুল ও মনসুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্বিতীয় মেয়াদে পাওয়ার পর বুধবার গোলাপগঞ্জে পৌঁছেন নুরুল ইসলাম নাহিদ। তার আগমন উপলক্ষে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জেলা পরিষদ ডাকবাংলোর সামনে সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীরা ফুল দিয়ে শিক্ষামন্ত্রীকে বরণ করে নেয়। এসময় ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের খায়রুল ও মনসুর গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করতে অনুষ্ঠান সাময়িক বিরতি দেয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মন্ত্রীকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার পর আবার অনুষ্ঠান শুরু হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী বাংলামেইলকে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে’।
Posted ১৬:০০ | বুধবার, ২২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin