| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৮ নভেম্বর : রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়ে যাত্রীদের অগ্নিদগ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একিসাথে বাসে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত দুস্কৃতকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি জানান।
সরকার দলীয় লোকেরা এ ধরনের কর্মকান্ড ঘটাচ্ছে অভিযোগ করে মির্জা আলমগীর বলেন, ১৮ দলীয় জোট ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে সারাদেশের ন্যায় রাজধানীতেও সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে যাচ্ছে। আজ শাহবাগে বাসে অগ্নিসংযোগ করে মানুষকে অগ্নিদগ্ধ করার ঘটনা আওয়ামী লীগ কর্তৃক হোটেল শেরাটনের (বর্তমানে রূপসী বাংলা হোটেল) সামনে বাসে গান পাউডার ছিটিয়ে মানুষ হত্যার ঘটনারই পূনরাবৃত্তি।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দল আহুত শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে সরকার পুলিশ-র্যাব-বিজিবি এবং সন্ত্রাসীদের দিয়ে একদিকে নেতা-কর্মীদের হত্যা, জখম, গুলিবর্ষণ এবং জুলুম নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে নিজেদের এজেন্টদের দিয়ে যানবাহনে নাশকতা করছে।
মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ মূলত: একটি সন্ত্রাসআশ্রিত দল। তার চেয়ে বড় কথা হলো সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিরোধী দলের ওপর দায়ভার চাপানো আওয়ামী লীগের সংস্কৃতি এবং অভ্যাস। নিজেদের অধীনে একতরফা নির্বাচন করার জন্য এহেন অপকর্ম নেই যা তারা করছে না।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সরকার নানাধরণের নাশকতা করে অপপ্রচার চালানোর কৌশল গ্রহণ করেছে। তিনি জনগণ এবং বিএনপিসহ ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে সরকারি চক্রান্ত সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান।
Posted ২১:৫০ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin