| সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২ ডিসেম্বর : দেশের এ সংকটময় পরিস্থিতির উত্তরণে শহীদ মিনারে অনশনে দেশের রণাঙ্গণের মুক্তিযোদ্ধারা। সোমবার সকাল ১০টা কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচি শুরু হয়।
অনশনে অংশ নিয়েছেন- ডা. জাফরুল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা অলি আহমেদ জিয়াউদ্দিন, নঈম জাহাঙ্গীর, ডা. নাজিম উদ্দিন আহমেদ, নীলিমা আহমেদ, পদ্মা রহমান, মেজর সৈয়দ মুমিনুর রহমান (অব.), গোলাম কবির ভূইয়া, সাদেকুর রহমান খান প্রমুখ।
অনশনে মুক্তিযোদ্ধারা বলেন, আমরা মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও নির্মমতা দেখিছি। আমাদের প্রিয় মাতৃভূমি আত্মঘাতি যুদ্ধে নিপতিত হোক- আমরা চাই না। আমরা আজ সেই যুদ্ধের দ্বারপ্রান্তে। আর এ অবস্থার মূল কারণ হচ্ছে- লুণ্ঠনধারীদের দ্বারা নিয়ন্ত্রিত একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবদাল আহমেদের নেতৃত্বে এক দল সাংবাদিক শহীদ মিনারে অনশনে সংহতি প্রকাশ করেন।
এছাড়া পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুক্তিযোদ্ধাদের অনশনে সংহতি প্রকাশ করতে শহীদ মিনারে যান।
Posted ১৭:১৬ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin