মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শমসের মুবিন চৌধুরীর সাথে সিলেট ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের বৈঠক

  |   বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

Sylhet-City-18-Dolio-Jut-Photo-20-11-13-300x156

সিলেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম-এর সাথে সিলেট ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের এক বৈঠক সম্পন্ন হয়েছে। বুধবার তাঁর মিরের ময়দানস্থ বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ১৮ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর-এর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। অবৈধ সরকারকে হঠিয়ে নিরপে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য বিস্তারিত পদপে গ্রহণের প্রতি জোর দেয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ, জেলা দেিণর আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, ১৮ দলীয় জোট সিলেট মহানগর সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, জাগপার জেলা সভাপতি মকসুদ হোসেন, এলডিপি’র জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপা, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারী অধ্য আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, জমিয়তের মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুল হক সাবু, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, দেশ জাতির চরম ক্রান্তিকালে ১৮ দলীয় জোট প্রধান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃদ্ধি করতে ১৮ দলীয় জোট ভুক্ত দলসমূহের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের জন্য ১৮ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর এর শীর্ষ নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনতার দাবী পুরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আরো জোরদার করা হবে। কোন হুমকি ধামকী, নিপীড়ন-নির্যাতন আমাদেরকে রাজপথ থেকে সরাতে পারবে না।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৮ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com