নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
লুটন : লুটনের স্হানীয় সি, ওয়াই, সি, ডি হলে ৩০ শে নভেম্বর রবিবার বিজয় ফুল উৎসবের আয়োজন করেন বিজয় ফুল উৎসব লুটন সমন্য়ক খান মাজুবা তাহমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডক্টর নাজিয়া খানম ও বি ই, ডিএল। প্রধান অতিথি শিশু কিশোরদের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিজয়ের গল্প শোনান। বিজয় দিবসের ইতিহাস ইংরেজীতে অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেন নতুন প্রজন্মের সংগিত শিল্পী ও নৃত্যশিল্পী কিম্বারলি খানঁ। প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের গান দিয়ে শুরু হয়। ছোট্ট সোনা মনিরা নাচ,গান ও কবিতা আবৃত্তি করেন । শিশু-কিশোরদের সবুজের বুকে লাল রঙ দিয়ে তৈরি করে বিজয় ফুল।
অনুষ্ঠানে বাঙালী কমিউনিটির অনেক গুনিজন উপস্হিত হয়ে যুক্তরাজ্যে বেডে ওঠা তরুনদের বাংলাদেশের ইতিহাস জানতে অনুপ্রানিত করেন।অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অভিনেতা ড, আনোয়ারুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ফরিদ আহমেদ, সমাজকর্মী হাদি ফয়সাল, লেখক ও অভিনেতা মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক কর্মী আবু নাসের মোহাম্মদ সাজন, কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ সাদেকুর রহমান ও বিভিন্ন স্কুলের টিচারবৃন্দ।
অনুষ্ঠান সুন্দর ও সফল করতে সহযোগিতা করেন নেস্মিনা পারভিন লওরিন, মাজু খান, ফারজানা ইভা। লুটনে বিজয় ফুল পরিধান শুরু হয়েছে ২৭শে নভেম্বর থেকে এবং চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত । লুটনের বিভিন্ন স্কুল, কলেজ,ইউনিভার্সিটি এবং কেয়ার হুমে লুটনের বাঙালী নতুন প্রজন্মের তরুনরা বাংলাদেশের বিজয়ের গল্প শোনাবে এবং বিজয় ফুল পরিয়ে দেবে। অনুষ্টানটি উপস্থাপনা করেন খান মাজুবা তাহমিন।
Posted ১৪:৫৯ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin