| মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, লন্ডনঃ ১৩জুন সোমবার লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান জনাব আরজক আলী সাহেবের স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর খুরমা ইউনিয়ন ও এলাকাবসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সৈয়দুর রহমান আমির।
সন্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আইয়ুব আলী, এডভোকেট এখলাছুর রহমান, আলতাফুর রহমান মোজাহিদ, গয়াছুর রহমান গয়াছ, এস এম সুজন মিয়া, রুহুল আমিন, বাবুল মিয়া, সাবেক কান্সিলর শহিদ আলী, বদরুজ্জামান শামিম, জমসিদ আলী, হাজী গোলাম নূর, আনিসুজ্জামান আজাদ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন – মাহমুদ আলি , শরীফ উল্লাহ, নুরুল হক খোকন , মিসবাহ উজ্জামান মাছুম, আনোয়ার পারভেজ, ছানোয়ার পারভেজ, হুমায়ূন কবির, আব্দুছ সালাম, হোসেন আহমদ, মুহিবুর রহমান, সিজিল মিয়া , চুনু মিয়া আলহাজ ছামাদ, মিজানুর রহমান নাছির, কামরুজ্জামান প্রমুখ ।
সভায় আরও উপস্থিত ছিলেন- আব্দুস শহীদ, নুরেছ আলী, কামরুজ্জামান সাকলাইন, নজরুল ইসলাম , সাইফুল আলম সুফিয়ান, শামিম আহমদ, সাংবাদিক শাকির হোসেন, আবু হেলাল, আনোয়ার কামাল দুলাল আজাদ মিয়া , শাহ জামাল , কবির আহমদ, চুনু মিয়া, দিলবর আলি, নুর আলম , তাজ উদ্দিন , আক্তার মিয়া, আবুল কালাম, নাজমুল হক সুমন, শিবলী, আবু বকর পলাশ, আমিনুল ইসলাম সেলিম, ছানাউল হক সুজা, পলাশ আরও অনেকে।
সভায় বক্তাগন মরহুমের স্মৃতিচারন করেন এবং প্রায় সকলেই ধারন বাজার থেকে আমের তল রাস্থাটি জনাব আরজক আরজক আলী সাহেবের নামে নামকরনের প্রস্তাব তুলেন।
কোরান তেলাওত এবং দোয়া পরিচালনা করেন খলিলুর রহমান নিজাম। সঞ্চালনায় ছিলেন মারুফুল হক সুহেল এবং রজিবর রহমান মুহেল।
Posted ১৯:১৩ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin