| মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | প্রিন্ট
আশরাফুল ওয়াহিদ দুলাল, যুক্তরাজ্য : ফেলে আসা দিনের স্মৃতিকে সজিব করে তুলতে প্রিয় বিদ্যাপীঠ প্রিয় সাথীদের সাথে এক মিলিনায়তনে মিলিত হয়ে একে অপরের সাথে প্রাণের বন্ধনে অবদ্ধ হতে যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘পাইলট এলুমিই ইউ কে,র’ উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর ২০২২ইং লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য মিলন মেলার।
গত রবিবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু আরেফ এর সভাপতিত্বে ও মাহমুদ হাছানের পরিচালনায় পাইলট এলমনই এর সভা অনুষ্ঠিত হয় স্থানীয় একটি রেষ্টুরেন্টে।
উক্ত সভায় আগামী মিলন মেলাকে সফল ও সার্থক করে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দের নিয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। দিন ব্যাপী এই মিলন মেলায় থাকবে নেটওয়ার্কিং,স্মৃতিচারণ,আপ্যায়ন,র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশিত হবে প্রাক্তন ছাত্রদের পরিচিতি ও তাদের স্মৃতি চারণ নিয়ে স্মরণিকা। সভায় ব্রিটের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান আহমেদ,রানা চৌধুরী,মাহমুদ আলম,আব্দুল মোনায়েম,রেজওয়ান জায়গিরদার,আখলাকুর রহমান,মাহবুব শুভ,রিংকু সিংহা,আব্দুল হাফিজ শিপলু,একরামুল হক,শিব্বির আহমেদ,হাছান মোহাম্মদ বাবলা,আমিনুল হক,বাবলা, কমরুল হাছান, তোফায়েল হাছান রাসেল,সাকিব চৌধুরী,মুঞ্জের,মুন্না,ওয়াহিদ,ফুয়াদ,মাহবুব শুভ,তোপবায়েল জাহিদ সহ আরোসহ আরো অনেকে।
সভার সমাপ্তিতে সভার আয়োজন ও আপ্যায়নের জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিকদাদ খান ও আসিফ ইকবাল জামিলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং আগামীতে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিলেতে বসবাসরত সকল প্রাক্তন ছাত্রদের আন্তরিক সহযোগীতায় কামনা করা হয়।
Posted ১৯:৪০ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin