| বুধবার, ২৬ মার্চ ২০১৪ | প্রিন্ট
বাদশা আজ ২৬শে মার্চ মহান স্বধীনতা দিবসে শ্রদ্ধার সাথে স্বরণ করছি, মহান স্বধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে, শেখ হাসিনার অবৈধ সরকার বিশ্ব-রেকড গড়ার লক্ষ্যে লাখো কন্ঠে জাতীয় সংঙ্গীত গাওয়ার আয়োজন করে। লাখো কন্ঠে জাতীয় সংঙ্গীত হয়েছি কি-না, তা জানি না। তবে লাখো জাতীয় পতাকা আজ পদদলিত হয়েছে।
শেখ হাসিনার কাছে জানতে চাই, বিশ্ব-রেকড গড়ার কোন নামে লোখো শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের জাতীয় পতাকাকে পদদলিত করা হল কেন? আমাদের আর নতুন রেকড গড়ার কোন প্রয়োজন নেই, লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা এবং স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকার যেন অবমূল্যায়ন না হয় এটাই আমাদের চাওয়া।
Posted ২৩:৫৯ | বুধবার, ২৬ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin