| শনিবার, ২৭ জুলাই ২০১৩ | প্রিন্ট
শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে ইফতার পার্টির আয়োজন করে র্যাব।এতে ইফতারপূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেসার আহম্মদ। এসময় তিনি র্যাবের ইফতারের উদ্দেশ্য কবুল এবং শেখ হাসিনার কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া চান। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের কেউ কেউ একে অন্যের সঙ্গে বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে ২০০৪ সালের ১৬ মার্চ গঠিত হয় চৌকস বাহিনী র্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে এ বাহিনী গঠিত হয়।
শনিবারের অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. মোখলেছুর রহমান, সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
Posted ১৬:১০ | শনিবার, ২৭ জুলাই ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin