যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি জাহিদ সিদ্দিক তারেক র্যাবের কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ঘটনাকে ‘নাটক’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
এ ঘটনায় নির্বাচনের আগে সরকার বিরোধীরা সমালোচনার সুযোগ পাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বিচারবহিভূর্ত হত্যার সমালোচনা করে আজ এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে এসব ঘটনা নির্বাচনবিরোধী শক্তিকে সমর্থন যোগাবে, আওয়ামী লীগ বিরোধীরা সুযোগ পাবে। আমি এ ঘটনার নিন্দা জানাই।
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় মিল্কি হত্যা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ওই হতাকা- একটি রোমহর্ষক ঘটনা, মানবিক বিকারের ঘটনা। এ থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। গতকাল আবার র্যাবের কাছে দুইজনকে নিয়ে নাটক হলো। দুটি প্রাণ গেল।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related