| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১২ ডিসেম্বর : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় কার্যকরের জন্য রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন, তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগে জামায়াত নেতা কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার (রিভিউ) গ্রহণযোগ্যতার আবেদন খারিজ হওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে অস্বীকৃতি জানাননি।
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে আর কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকারকে যা কিছু করতে হয় তা আইন ও জেল কোড মেনেই করবেন। জেল কোড না মেনে কেউ কিছু করতে পারবে না।
Posted ১৫:৩৭ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin