নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে, ইউক্রেন এবং সমগ্র মুক্ত বিশ্ব রাশিয়ার সঙ্গে যুদ্ধে জয়ী হতে সক্ষম। সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, তবে আমাদের বিজয় সরাসরি আমাদের সহযোগিতার ওপর নির্ভর করছে। আমরা একসঙ্গে যত শক্তিশালী ও নীতিগত পদক্ষেপ নেব, তত তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে, এটি সুষ্ঠুভাবে শেষ হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার এবং সমগ্র ইউরোপের জন্য শান্তির নির্ভরযোগ্য গ্যারান্টি দিয়ে এই যুদ্ধ শেষ হবে। কিয়েভে ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের উপস্থিতিকে ‘ইউরোপকে শক্তিশালী করার একটি পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
জেলেনস্কি বলেন, আমাদের ক্রমাগত নতুন প্রতিরক্ষা ও কূটনৈতিক, রাজনৈতিক ও সংহতকরণ, অর্থনৈতিক ও নিষেধাজ্ঞার পদক্ষেপ নিতে হবে যা আমাদের অভিন্ন অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, আমরা যত বেশি সক্রিয় থাকব, আমাদের নেতৃত্ব, আমাদের উদ্যোগ যত সক্রিয় থাকবে; আমাদের যৌথ চাপের সঙ্গে খাপ রাশিয়ার খাইয়ে নেওয়ার সম্ভাবনা তত কম হবে।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, যতদিন সময় লাগবে ততদিন ইউক্রেনের পাশে থাকার ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন। সূত্র:সিএনএন
Posted ০৭:২৪ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain