| শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
লন্ডন : ব্রিটিশ চ্যারিটি ইস্টহ্যান্ডস ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রানির কফিনে শোক জানানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে টাওয়ার ব্রীজ পয়েন্টে শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের মধ্যে চা, কফি, ক্রোসান্ট, মাফিন, কেক , আপেল, কলা, পানি বিতরণ করা হয়।
উল্লেখ্য রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সাধারন জনগনের শোক জানানোর জন্য ৪ দিন ব্যাপী কফিন রাখা হয়েছে ওয়েস্টমিনিস্টার হলে। এই শোক জানাতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। প্রায় ৮ কিলোমিটার লম্বা লাইনে , ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে মানুষ রানির প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, ২৪ ঘন্টার দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে আমরা একটু প্রজেক্ট হাতে নিয়েছি যৌথভাবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কার্যক্রম বিভিন্ন পয়েন্টে চলতে থাকবে।
ইস্টহ্যান্ডসের স্বেচ্ছাসেবক আ স ম মাসুম বলেন, রানি ও দেশের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত। তাই দীর্ঘ লাইনে ক্লান্ত মানুষদের কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি এনে দেয়ার জন্যই আমরা যৌথভাবে কাজ করছি।
Posted ১৮:১৩ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin