| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৬ জানুয়ারি : দেশের গণতান্ত্রিক পক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিকদলসমূহকে সমঝোতায় পৌঁছার আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। বৃহস্পতিবার ফ্রান্সের স্টার্সবার্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত বিতর্কে পার্লামেন্ট মেম্বাররা এ আহবান জানান।
বিতর্কে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহকে বাংলাদেশে সমঝোতার জন্য কাজ করা প্রয়োজন। এ সমঝোতার মাধ্যমেই দেশটির জনগণ গণতান্ত্রিক পন্থায় তাদের প্রতিনিধি নির্বাচনে সক্ষম হবে। বিতর্কে দ্রুত বাংলাদেশে দমন-নিপীড়ন বন্ধেরও আহবান জানানো হয়।
বাংলাদেশ বিষয়ক বিতর্কে পার্লামেন্টের ৫ সদস্য অংশগ্রহণ করে। সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিতর্কে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচন কেন্দ্রীক সহিংসতা উদ্বেগজনক। এর ফলে সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়ে।
বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তির কথা উল্লেখ করে এতে বলা হয়, বিরোধীদলের যে সমস্ত নেতাকর্মীকে আটক করা হয়েছে তাদের মুক্ত করে দেয়া উচিত। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় দলগুলোর ভিতর সমঝোতা প্রয়োজন। আর যে সমস্ত দল সহিংসতা ও সন্ত্রাসে লিপ্ত তাদের নিষিদ্ধ করা প্রয়োজন।
Posted ২০:০০ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin