ঢাকা : জয়কে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে চাইলে দয়া করে রাজনীতির পরিচ্ছন্ন ভাষা চর্চা করুন।
তিনি বলেন, আপনি বার বার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত “শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় কর্তৃক বিএনপি সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ন কট’ক্তি করার প্রতিবাদে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তারেক রহমান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানই একমাত্র নেতা যিনি কখনো কোনো দিন প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর আক্রমনাত্বক কথা বলেন না।
তিনি বলেন, ৫ সিটি নির্বাচনে জনগণ সরকারকে আসসালামুআলাইকুম দিয়ে বলেছে, দয়া করে বিদায় হন। আর আমাদের বিরক্ত করবেন না।
তিনি আরো বলেন, বিএনপি কখনো অসাংবিধানিক সরকারকে সমর্থন করতে চায় না। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্চাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু, আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশীদ হাবীব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান।
সরকার বিগত সাড়ে চার বছরে প্রতিহিংসা, দাম্ভিকতা, অসহিঞ্চতা ছাড়া দেশকে কিছু দিতে পারেনি। দেশকে অস্থিতিশীল করেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয ঐক্য গড়ে তুলে এই ফ্যাসীবাদ জালিম সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে।