| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৮ নভেম্বর : রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে অগ্নিদগ্ধদের মধ্যে নাহিদ (১৮) নামে একজন রাত ১১টার দিকে হাসপাতালে মারা গেছেন। নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে যাত্রীবাহী বাসে দেওয়া আগুনে পুড়ে চার নারীসহ ১৮ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে সাংবাদিক, আইনজীবি ও নারী রয়েছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।
দগ্ধরা হলেন- আবু তানহা, রবিন, আব্দুস সালাম, মাহাবুব, শফিকুল ইসলাম, মাসুমা আক্তার মোহাম্মদ শামীম, গীতা সেন, সুস্মিতা সেন, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, আমজাদ হোসেন, বাবু রাহাজুল, পুলিশ সদস্য নুর নবী নিয়াজ ও নাসরিনসহ ১৮ জন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বিহঙ্গ পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ছুঁড়ে আগুন দিলে বাসটিতে থাকা চার নারী যাত্রীসহ ১৮ দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধদের পরিচয় জান যায়নি।
শাহবাগ থানার ওসি (তদন্ত) এম এ জলিল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে রওনা করে। মৎস বভনের সামনে পৌছামাত্র কয়েকজন পিকেটার বাসটিতে কয়েকটি পেট্রোল বোমা ছুঁড়লে দ্রুত বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসা থাকা ওই ১৮ যাত্রী আগুনে পুড়ে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে দ্রুত বাসটির আগুন নিভিয়ে ফেলেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।
Posted ২১:৪৪ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin