মাওলানা মোঃ আনোয়ার আলী : আজ ১৮ রমজান। দিনটি একটি ঐতিহাসিক দিন। কারণ এই দিনে মহান আল্লাহ তা‘য়ালা হযরত ঈসা (আঃ)-এর উপর ইঞ্জিল কিতাব নাযিল করেছিলেন। ইমাম মোহাম্মদ আলী তকী (রঃ)-এর জন্ম ১৯১ হিজরী সনের ১৮ রমজান ছিল। যেহেতু মাহে রমজানে অধিকাংশ আসমানী কিতাব নাযিল হয়েছিল, সেহেতু এ মাসে কুরআনের শিক্ষার গুরুত্ব আরো বাড়াতে হবে।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ফরমান, ‘তোমাদের মাঝে তারাই উত্তম যারা নিজেরা কুরআন শিখে এবং অন্যদের শেখায়।’ কুরআন শিক্ষা করা বা শেখানোর সাথে সাথে কুরআনের গবেষণা, কুরআনের চর্চা আমাদের সমাজে বাড়াতে হবে। একটি আদর্শ এবং ইসলামী সমাজ গড়ে তুলতে হবে। যেখানে থাকবে না কোনো প্রকার জুলুম নির্যাতন, থাকবে না কোনো প্রকার অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি।
যদিও আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের লাখ লাখ টাকা ব্যয় করছি, রাষ্ট্রীয় সম্পদের ৮০ ভাগ টাকা এই পথে খরচ করছি। অথচ একজন কুরআন শেখানেওয়ালা শিক্ষককে মাসে ৫শ’ টাকা দিতে সরকারের মাথাব্যথা শুরু হয়ে যায়। পাশাপাশি কুরআন শিক্ষাকে বাদ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সারা দেশের মানুষকে উলঙ্গ করবার চেষ্টা চালাচ্ছি।
এমতাবস্থায় কুরআন শেখার কাজে আমাদেরকে আরো সক্রিয় হতে হবে। ইন্টারনেটকে বেহানাপনা নয় পবিত্র কুরআন শেখাবার কাজে ব্যয় করতে হবে। কুরআনের আমল ঘরে ঘর
ে
চালু করতে হবে।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related