সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রংপুর জেলা আওয়ামীলীগের শীর্ষ স্হানীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন, মা শেখ হাসিনার আসনে প্রার্থী হতে পারেন বঙ্গকন্যার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হন। এ আসনটি মূলত প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এলাকা। প্রয়াত বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া পীরগঞ্জের বাসিন্দা।
মতবিনিময় সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, আগামী ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন যে কেউ চাইলে পায় না। কিন্তু আমরা চাই, এ অঞ্চলের মানুষ চায়, সারাদেশের মানুষ চায় জয় নির্বাচনে অংশ গ্রহণ করুক এবং সেটি রংপুর-৬ আসন থেকে।
অপর এক প্রশ্নের জন্য তিনি বলেন, জয় ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবেন।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related