| রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
কুমিল্লার : রোববার রাত ৯টায় গৌরীপুরে র ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর সরকারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যুবদল নেতা জাহাঙ্গীরকে গৌরীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয় জনতা হাটচান্দিনা গ্রামের আক্তারুজ্জামান হারুনের ছেলে সজীব (২৩) ও মো. তাহেরের ছেলে শাওনকে (২০) আটক করে গণধোলাই দেয়। শাওন পালিয়ে গেলেও পুলিশ সজিবকে আটক করে।
নিহত জাহাঙ্গীর সরকার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ফজর আলীর ছেলে।
এদিকে নিহতের ভাই মানিক সরকার জানান, আ’লীগের সন্ত্রাসীরা তার ভাই কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ২৩:৫২ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin