| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি, লন্ডন : যুক্তরাজ্য যুবদলের কমিটি বিলুপ্ত । গত মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ইউকে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বলে সংগঠনের দফতর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলেও নতুন কমিটিতে কারা আসছেন এ নিয়ে সারা যুক্তরাজ্যে যুবদল নেতাকর্মীদের বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানাগেছে দেশের বর্তমান পরিস্থিতিতে প্রবাসে আন্দোলন সংগ্রাম বেগবান করতে শীর্ষই যুবদলের কমিটি প্রদানে কেন্দ্রের প্রতি আহবান জানানো হয়েছে।
এদিকে বিভিন্ন সূত্র এবং তৃণমূল নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানাগেছে বর্তমান সময়ে যুক্তরাজ্য যুবদলকে আরো সুসংগঠিত এবং আন্দোলন সংগ্রামকে বেগবান করতে বিগত কমিটির ত্যাগী ও সাহসী সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশাই তাদের পছন্দ।
উল্লেখ্য, তিনি বিগত দিনে যুক্তরাজ্যে সর্বত্র যুবদলের শাখা কমিটি সম্প্রসারন, কর্মী সংগ্রহ এবং প্রতিটি শাখা কমিটিতে গিয়ে সভা সমাবেশ করে বর্তমান সরকারের সকল অন্যায়ের প্রতিবাদ এবং প্রবাসীদের সামনে তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠার যুক্তিকতা তুলে ধরেন। অধিংকাশ শাখা কমিটির নেতৃবৃন্দ সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশাকে যুবদলের সভাপতি হিসেবে দেখতে আগ্রহী।
Posted ২১:৫৫ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin