রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য খেলাফত মজলিসের আলোচনা ও প্রতিবাদ সভা : সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

  |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

uk- khelafat

নিজস্ব প্রতিনিধি, লন্ডন :  যুক্তরাজ্য খেলাফত মজলিসের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর ও বাংলাদেশের ভবিষ্যত শীর্ষক এক আলোচনা ও বর্তমান সরকারের জুলুম নির্যাতন গ্রেফতার ও অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে এক প্রতিবাদ গত ১০ নভেম্বর লন্ডনে আলহুদা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য সাধারণ সম্পাদক এম সদরুজ্জামান খানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেনখেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসজিব ও যুক্তরাজ্য সভাপতি অধ্যাপক আবদুল কাদির সালেহ। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফারুক। বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিষ্ট আবু সুফিয়ান চৌধুরী, শিক্ষাবিদ খুরশীদ আহমদ, মিডিয়া ব্যক্তিত্ব আমিনুর রশীদ ও খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা তাঈদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সালেহ বলেন- ৭ই নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন সিপাহীজনতার অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদী আগ্রাসন ও তার প্রতিভূদের পরাজিত করে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও আত্ম পরিচয়কে প্রতিষ্ঠিত করেছিল।

তিনি বলেন, আবার বাংলাদেশে সেই পরাজিত শক্তি দেশকে তাবেদার বানাবার ষড়যন্ত্রে মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশের মেধাবী সেনা অফিসারদের হত্যা, সীমান্ত রক্ষী বাহিনীকে হীনবল, সংবাদপত্র ও গণমাধ্যমের কণ্ঠ রোধ, বিরোধী রাজনৈতিক মতালম্বীদের গ্রেফতার নির্যাতন এবং আলেম উলামা হত্যা ও ইসলামী শিক্ষাকে ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চায়। মেয়াদ শেষ হবার পর এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি অবিলম্বে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবী জানান।

বিশেষ অতিথি জনাব ফারুক বলেন- সরকারের ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রমাণ করে তার পায়ের তলায় মাটি নেই। সীমাহীন দূর্নীতি, দু:শাসন আর দেশের স্বার্থকে বিদেশীদের মনোরঞ্জনে বিকিয়ে দেবার কারণে সর্বত্র আজ জনরোষ দেখা দিয়েছে। এ থেকে বাঁচবার জন্যেই এই সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়।

আবু সুফিয়ান চৌধুরী বলেন, এই সকার যতদিন যাচ্ছে তার আমলনামা ভারী করছে। এক সময় কড়ায় গন্ডায় তা শোধ করতে হবে। জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে নিছক অস্ত্রের জোরে ক্ষমতার থাকা যায় না। স্বৈচারারের ধর্ম হচ্ছে তারা বাস্তবতা বুঝতে পারে না। তাই সর্বত্র সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাওলানা তাইদুল ইসলাম বলেন- এই সরকার মিথ্যাবাদী, প্রতারক, মোনাফেক, ইসলাম বিদ্ধেষী ও দেশ বিরোধী।  সরকারকে দেয়া আল্টিমেটামের সময় শেষ হয়ে গেছে এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে তাবেদার সরকারকে  হটানোর আন্দোলনে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:২৪ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com