| রবিবার, ০৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : যুক্তরাজ্যে সফররত ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহকারি সেক্রেটারি জেনারেল লেখক ও গবেষক সৈয়দ মবনুর সম্মানে অধ্যায় বার্মিংহামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বার্মিংহামের স্থানীয় একটি হলে বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, কবি ও সাংবদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সংবর্ধিত অতিথি সৈয়দ মবনু তার বক্তব্যে বলেন, বার্মিংহামে বসবারত গুণীজনদের সাথে কাটানো এই সময়টা তাকে সবসময় তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেবে। তিনি বলেন বার্মিংহামে তিনি কোন আগন্তুক নয়, এই শহর উনার নিজের শহর । সবসময় ছিল আছে এবং থাকবে, কমিউনিটির আজকের এই ভালোবাসা তাকে আগামী দিনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক কাজী জাওয়াদ, কমরেড মসুদ আহমদ, কমিউনিটি নেতা ও লেখক আজাদ চৌধুরী, মাওলানা এনামুল হাসান সাবির, বাংলামেইল সম্পাদক সৈয়দ নাসির আহমদ, শাহ জমশেদ আলী, শমসেদ চৌধুরী ও কবির উদ্দিন, কবি সৈয়দ মাসুম সহ আরো অনেকে । বক্তারা বলেন- সৈয়দ মবনুর লেখায় স্বদেশের কথা যেমন থাকে তেমনি থাকে প্রবাসের কথা, আর এর জন্য তার লেখায় আমাদেরকে খুব আপন করে নেয় এবংঅনুপ্রাণিত করে ।
Posted ১৮:০৬ | রবিবার, ০৩ এপ্রিল ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin