গত ১২ই আগষ্ট সোমবার বার্মিংহাম আস্টন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্টানে অবিলম্বে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান কে মুক্তি দিতে হবে সরকারের প্রতি আহবান জানান l
খেলাফত মজলিস আস্টন শাখার ঈদ পুনর্মিনলী অনুষ্টান হাফিজ আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন ড. আব্দুল হাফিজ, মুফতি তাজুল ইসলাম, কারী আব্দুল মুকিত আজাদ, মাওলানা এনামুল হাসান ছাবীর, মাওলানা আব্দুল মতিন, আলহাজ আব্দুল মালিক পারভেজ, মাওলানা আ ফ ম সুয়াইব, আলহাজ খসরু খান, সৈয়দ কবির আহমেদ, মাওলানা জাকারিয়া আহমেদ l
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে মজলিস কর্মীদেরকে জালিম সরকারের বিরুদ্দে দুর্বার আন্ধুলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান l
দারুস সুন্নাহ একাডেমিতে অনুষ্টিত সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন l
সভায় বক্তারা দেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধের সরকারী ষড়যন্ত্রের মুকাবেলা জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করার জন্য দেশ বাসীর প্রতি আহ্বান জানানো হয়l
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related